ভোটার যোগ্যতা
সাধারণ যোগ্যতা
* নটর ডেম কলেজ এর সাবেক শিক্ষার্থী হতে হবে।
* একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় – এর ১৫ তম / ১৬ তম / ১৭ তম / ১৮ তম / ১৯ তম অথবা ২০ তম ব্যাচের শিক্ষার্থী হতে হবে।
নিবন্ধন নির্দেশনা:
* ভোটার ফর্ম যথাযথভাবে ও সততার সাথে পূরণ করতে হবে।
* অসত্য বা অসংগতিপূর্ণ তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোটার হিসেবে অযোগ্য ঘোষণা করা হবে।
* সকল আগ্রহী সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটার ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।